সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন 

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন 

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়াকে যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন  আদালত। তিনি মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে। 

বুধবার (২০ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর সিনিয়র জেলা জজ বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।  

মামলা সূত্রে জানা যায়,  ২০১৬ সালের ২৭ এপ্রিল মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের মো. আছাদুল্লাহর ৭ বছরের কন্যাকে জোরপূর্বক প্রতিবেশী মৃত দস্তর মণ্ডলের ছেলে শহিদ মিয়া ধর্ষণ করে। পরের দিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা করে। দীর্ঘ ৮ বছর আইনী লড়াই ও ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।  

এদিকে রায়ে সন্তুষ্ট না বলে জানিয়ে বড় মেয়ে শাহানা জানান, মিথ্যা মামলায় ফাসানো হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপীল করব।

তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর পিপি মো. রেজাউল আমীন (শামীম) জানান, ধর্ষণের দায়ে শহিদ মিয়াকে যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।  আমরা এ রায়ে সন্তুষ্ট। 

টিএইচ